যদি লম্বা চুল রাখলেই হওয়া যেত বড় কবি


তবে, সবচে’ বড় কবি হত আমার বড় ভাবি,


যদি চাইলেই পাওয়া যেত টাকা


তাহলে সবচে’ বড় ধনি হতো ফুটপাতের ভিক্ষুক-কাকা।



যদি ওয়াজ শুনলেই অনায়েশে হেদায়েত হয়ে যেত


তবে, সবচে’ বেশি হেদায়েত মাইক ওয়ালাই পেত,


যদি দাড়ি টুপি পাগরিতেই আলেম বলে হত স্বীকৃত


তবে মনমোহন সিং সবচে’ বড় আলেম বলে হত স্বীকৃত।



যদি রাজনৈতিক নেতাদের হাজার কথার একটিও সত্য হত


তবে, দূর্নীতির পরবির্তে শান্তিতে এদেশ বিশ্ব চ্যাম্পিয়ান হত,


যদি বকর, ওমর, আলী উছমানের মত এদেশের শাসক হত


তবে, সুখ-শান্তিতে আর ন্যায় ইনসাফে দেশটা ভরে যেত।



যদি বই ঘাটলেই লেখক-কবি হওয়া যেত


তবে, সবচে’ বড় লেখব-কবি লাইব্রেরিয়ানরাই হত,


যদি মানুষের আকৃতি দেখা গেলেই মানুষ বলা যেত


তবে, বানর কিংবা প্রেসিডেন্ট বুশকেও মানুষ ধরা হত।