শ্রাবণের রজতস্রোতে ঢাকা রাতে
বসলাম কলম নিয়ে লিখতে
লেখা যে আসছে না কোনো কিছুতে
তাকিয়ে এই আমি আভাহীন চাঁদে।


অবশেষে প্রহর হয়ে এলো শেষ
দেখতে দেখতে বেরুলো লেখা বেশ
তবুও ভরে না আমার ভাবুক এ হৃদয়
চাইছি প্রফুল্ল করবে লেখা আমায়।


বাঙালির প্রিয় এ বর্ষাতে
মুষলধারায় ভালোলাগে ভিজতে
তবে পাই না অতীতের সে মুষলধারা
শৈশবে যা করেছিলো আমায় আত্মহারা।


অনেকে বলে সেসব দিন হয়নি গত
দেখছি, নেইতো-আগে ছিলো যতো
তবুও হারানো সেদিন পাবার আশায়
হাত দুটো বাড়িয়েছি এই অধরায়।