কবির মনন ও মগজে
ভাবনার বাস ৷
কালি আর কাগজে
কবিতার বিকাশ ৷


নর এবং নারীর
যৌথ যৌনতার পর্ব-
অতিক্রম করে
সঞ্চার হয় গর্ব ৷


কবি সদা স্বকৃত
সয়ম্ভু ও স্বনির্ভর ৷
প্রসব তো যৌথকর্ম
মুখাপেক্ষী, পরনির্ভর ৷
.
কবিতা আদৌ নয়
নারীর প্রসব-যন্ত্রণা ৷
কবিতা রচনা মূলতই
সৃষ্টির উন্মাদনা ৷