মেঘের লোমে চাঁদের আলো
তারাজ্বলা রাতে,
ঝিঁঝিঁ পোকা ঝিঁ ঝিঁ ডাকে
রবের প্রশংসাতে ।


ঝাউ বনেতে জোনাকিরা
আলোর খেলায় মাতে,
সেই আলোতেই হাঁটছে পথিক
রবের প্রশংসাতে ।


আসমানীদের পেট ভরে যায়
দু তিন মুঠো ভাতে,
গভীর রাতে সিজদায় লুটে
রবের প্রশংসাতে ।


ঘুমের ঘোরে গভীর স্বপ্ন
ভয় কী বলো তাতে !
নতুন ভোরের পাবো দেখা
রবের প্রশংসাতে ।