আহা এমন দিন
♦♦♦♦♦


জমে আছে ধূল শুকনো বকুল
নিভে আসে শার্শিতে চেনা দিন,
গোধুলি মিলায় প্রদোষ বেলায়
মুছে যায় ধীরে রৌদ্র ঋণ;


বেলা চলে যায় সন্ধ্যার গায়
হাসে একটি দুটি তারা;
মাঝি গায় গান জুড়ায় প্রান
কুলকুল বয় তটিনীর ধারা


চেনা ফুলের ঘ্রান আনন্দ অফুরান
বহে মন্দ সমীরণ,
মধু যামিনীর কোলে মৃদু মৃদু দোলে
চাঁদের কিরণ;


রূপালি আঙিনায় চাঁদ জ্যোৎস্নায়
আঁকা রাতের ছায়া-ছবি,
খোলা বাতায়ন জুড়ায় নয়ন
ঝিরঝির কাঁপে হাওয়ায় পল্লবী ;


আহা এমন রাতে ইন্দুর সাথে
কথাকয় চকোর চকোরী,
নিশি হয় ভোর খুলে প্রভাতী দোর
লজ্জা লালিমায় জাগে বিভাকরী।