তার শাড়ির ভাজের উষ্ণতা পড়ে আছে ঘাসের মাঝে,
তার চোখের রোদ ভোর থেকে আরও দূরে নেমে আসে আলতো লাজে।
তার ঠোটের লাল মেজে মেজে লাল হল শিমুল আর জবা,
তার আলসেমির তন্দ্রা লেগে আছে লজ্জা লতার চোখে অথবা
তার ঠোটের তিল, তিল তিল নিয়ে বসিল তিলত্বমা সভা।


আমার সাধন সুর কেটে গেছে বার বার,তার কাছে ফিরিবার
সকল তরী, তরিঘরি করিয়া ভাসিল অমোঘ যমুনায়।
তার পদ পুচ্ছ এখানে ওখানে ছড়ানো তাহাদের ভিড়ে
শিমুল কাটার কাকই ঘসে বড় স্বাদ রাখবো তারে বক্ষ চিরে।
তার চোখের আয়নায় কথা কয় সাদা মেঘ,
শালুক লতা বেত ফল মারবেল ও চোখ তার, ভীষণ আধারে
লুকোচুরি জোনাকির নিলাভ আধার।


আমার চোখ গলে গলে রক্ত পরাগ ওড়ে -- আসিবে প্রনয়
ভাসিবো সোহাগ জলে অনন্ত নক্ষত্র তলে, তার তীব্র ওষ্ঠ চুম্বনে।
দূর সমুদ্দুর ভাঙ্গিয়া পড়িবে কপালে গালে ঠোটে, তার ঠোটে!
সে প্লাবন আসবে জমিনে মনে বুকে ভাসবো বর্ষা অনলে।