একটি হাত রক্তজবার মত ফুটে আছে রাজপথে!
যে হাত লাল গোলাপ নিয়ে অপেক্ষায় উন্মুখ ছিল কোন এক দয়িতা জন্য,
সে হাত খানি একটি ফুল হয়ে ফুটে আছে পথে!


যে হাতের প্রতিটা আঙুল ছুঁয়েছিল অনুজের
কোমল মুখ আর মুছে ছিল স্বেত চন্দনে মত
অবোধ অশ্রুজল,
সে হাত পঞ্চরত্নের আলোক দ্যুতি হয়ে ফুটে আছে পথে!


যে করতলে লেখা ছিল আশার সম্ভার
যে হাত প্রার্থনা করেছে স্রষ্টার দরগায়
অপার্থিব দ্যোতনায় মেলেছিল সহস্র বার
যে আঙুল ছুঁয়েছিল সুহৃদ স্বজন,
সে হাত নির্লিপ্ত মৌনতায় আঙুল উচিয়ে আছে,
স্তব্ধ অথচ তীব্র অবজ্ঞায়!


যে সুগন্ধি কোমল হাত জনক জননীর পথে
ছড়ায়ে ছিল মুঠো-মুঠো পবিত্র ধুলি
নিজের অজান্তে মুছেছিল সুনীল অশ্রুজল,
সে হাত একটি পারিজাত ফুল হয়ে ফুটে আছে পথে!


সে হাত তার মানুষ কে না নিয়ে বেহেস্তে যাবেনা!