আমি একটি সমাবেশ ডাকতে চাই,
একটি নিমন্ত্রণ পত্র লিখতে চাই,
একটি দিন আমাদের সম্মেলন হোক,
আমরা যারা একে অপরকে চিনতাম
যারা অমূল্য হৃদয় বার্তা বিনিময় করেছি বহু দিন;
তাদের জন্য একটি সমাবেশ ডাকছি,
আপনাদের নিমন্ত্রণ পত্র পৌছে যাবে
হৃদয়ের ডাক পোষ্টে,স্মৃতির খামে যথা সময়ে।
যে যুবকের প্রথম প্রেম পত্রের বাহক ছিলাম,
তিনিও আসবেন, আপনার প্রেমিকার সে চিঠি
আমাকেও রোমাঞ্চিত করেছিল
তার দায় মুক্তি দিতে আসবেন।
আমরা যারা গোপন প্রনয়ের গল্প বলতাম,
যারা চায়ের পেয়ালয় চুমু দিতাম অবলীলায়
আর চুরুটে দাগ কেটে স্বপ্ন উড়াতাম,
যে তরুণ মুঠো ফোনের মিস কলে চমকে
উঠে গোপন বার্তা বিনিময় করতেন,
তিনি এসে আমাদের অতলান্ত দায় মুক্ত দিবেন,
আর সফল প্রেমের গল্প বলবেন।
যিনি সার্টের সব কটি বুতাম ছিড়ে নিয়েছিলেন
তীব্র বন্ধুত্বের দাবিতে,
যে সুহৃদ একান্ত ব্যক্তিক অভিব্যক্তি
বিনিময় করতেন নিরঙ্কুশ বিশ্বাসে
প্রথম রাষ্ট্রীয় সিলাঙ্কিত পত্র প্রেরন করেছিলেন
আর আমার প্রথম পত্র রচনার প্রয়াস হয়েছিল,
যার প্রতিটি সফরের সঙ্গী হয়ে
পেয়েছিলাম অনাস্বাদিত নতুনত্বের স্বাদ।
তিনিও সুহৃদ হৃদয় আসন অলঙ্কৃত করবেন।
বৃষ্টি দিনে সময়ের সকল প্রয়াস ব্যর্থ করে
যারা বাহান্ন টুকরো কাগজে ভুলে যেতেন
সকল জাগতিক লেনদেন,
ভুলে যেতেন রাত দিন---পশ্চাৎ পরিনাম,
তারাও ব্যয়িত সময়ের স্মৃতিতে অবগাহন করে যাবেন।
যিনি শতভাগ নির্ভর করতেন যেন আমারই
অনুজ আর  তার ডান হাত আক্ষরিক
অর্থে  আমার কাঁধে সমর্পিত থাকতো
প্রায়শই,সুদীর্ঘকাল প্রেমহীন জীবন
কাটিয়াছেন আমরই মতন,
তিনিও আসবেন তার অক্ষত হৃদয় বৃত্তান্ত নিয়ে।
যিনি শত ক্রোশ পথ পাড়ি দিয়েছিলেন
বালিকা প্রেমিকার আহবানে আর প্রথম
ঘর পলানো দোর ছাড়ানো অনিশ্চিত পথের
ক্ষিন স্বাদ দিয়ে ছিলেন,তিনিও সবান্ধবে আসবেন।
যিনি হার না মানা ব্রত নিয়েছিলেন,
যিনি তর্কের তুর্কী --ভালোবাসার ইদুর দৌড়ে
দারুন দৌড়বিদ, যিনি চাঁদকে সূর্য, সূর্য কে
ফুঁ দিয়ে নিভানোর সাহস দেখাতেন,
তিনিও আসবেন দারুন বক্তব্য রাখতে।
আমাদের মধ্যে যিনি পার্শ্ব চরিত্রে ছিলেন বহু
দিন, আর আলগোছে জায়গা করে গেছেন
সমহিমায়,জাগতিক প্রতিবন্ধকতা ভুলে
অন্তরে জাগরিত রাখতেন---ভালো হোক,
সকলের ভালো হোক;
তিনিও আসবেন স্বেত পবিত্র প্রীত নিয়ে।
যিনি ছিলেন প্রকৃত বোহেমিয়ান,
নাগরিক যাযাবর, ভাঙতে চাইতেন সমস্ত
স্থবিরতা তার সংবৃত্ত দ্রোহে;
তিনি আসবেন তার নিগুঢ়ো বক্তব্য নিয়ে।
আমরা যারা ভালোবাসতাম স্বপ্ন দেখতাম
অনুভব করতাম আর সম্পর্কের গল্প বুনতাম,
আজ যারা ছিটকে গেছি দূরে -- বহুদুরে.....
আর আমাদের সময় গুলো থমকে আছে
আমাদের নিজ নিজ অনুভবে,
তারা আবার মিলিত হই,
বদ্ধ হৃদয় জানালা খুলে দেই
সময়ের ব্যধান ঘুচে যাক হৃদয়-বৃত্তিয় সমাবেশে
সমৃদ্ধ হয়ই সুহৃদ সাহচর্যে।