পরাগের  পথে  উড়ে আসে একান্ত ভ্রমর
          পরিচিত মলাট খোলা জানালায়,
                 ভোর হলে খুলে দেখি
               শ্বেত গোলাপের আলাপ;
                আমাদের পরিচিত যারা
        ডালিমের লাল দানা ছড়িয়ে গেছে
     আমদের পাথর তর্জমা বুকে -- স্মৃতির
        সম্মতি দিতে ভাজ খোলো মর্মরের;
             ঘুম-ঘোর অচলায়তন ভেঙে
     ক্রমায়াত দূর বিন্দু থেকে এখনো ছুটে
        আসে কিছু পরিচিত মুখের দিশা,
                   আমদের প্রিয় মুখ
               ভেসে ওঠে পাথর জলে
             আমরা ফিরে ফিরে আসি
        পাশে হাটে আমাদের শৈশব ছায়া।