হঠাৎ আচানক
হয় ভুল পথে রাত হোক
হাওয়ায় মসগুল কোন পাখি
যাবে বাড়ি
আমিও আনাড়ি
একি পথে খুজে নিবো
আমাদের ভুলচুক।।


মেঘ ফাটা রোদে
দীঘির চাদরে
ঝরে পড়ে কার মুখের ছায়া
আমি এক বেহায়া
তবু হয় না তো যাওয়া
জলে ভেজা তার ইসারা
আমি ভাসি সে প্রপাতে।।


দুরুদুরু আমি
এসো জলে নামি
মুছে ফেলি সব হিসেব অমিল
থামিয়ে সময় ঘড়ী
দেবো নিরুদ্দেশে পথ পাড়ি
হাওয়ার ঠিকানা পকেটে
এসো পথ শেষে পথে নামি।।