আয়না অথবা অজানা নদীর কাছে
খুলে দাও তৈলচিত্র মুখোস পোষাক
দেখ কতটা রংয়ের আচড় --- পাথরে;
নিদ্রার কৌশলে কেটে গেছে সময়
পথ বিনিময়ে কে নিয়েছে তোমায়
তুমি ফিরারে দিয়েছো কার বুমেরাং
পাটির ওপর শোয়ানো শৈশব শিশু
যেন শিতল আর নিবিড়তাই চেয়েছিলে
নিশ্চুপ দুপুর ভেঙে গেলে একান্ত ক্রন্দনে
মেয়েদের মোনাজাতের মত জোনাজারে
শোনা যায় কত --- কত কাল আগের স্বর
কে ভুলায় তারে সে সব  ধ্বনির বাহাস
যেন তুমি দাড়িয়ে আছো নিজ পাশে
আঙুল ছোঁয়া দুরত্ব নিয়ে একান্ত আরশিতে।