ক্রমশ দূরে  যেতে যেতে
একা ---ব্যক্তিগত পরিতাপ খুলে,
যেন কত বিক্ষত ডানার ব্যথায়
পাখির ঠোঁট শান্তনা বুলায়;
শেষ শীত রাতের নজরদারি
ভুলে আরও দূরের রাত
করাঘাতে ছড়ায় গোপন ওম;
বৃত্তের বাহিরে নির্বাক নক্ষত্র
একান্ত রৈখিক আলোচনায়
ব্যক্তিক আয়ুষ্মান তাপ ছড়ায়;
হাওয়ার মজলিশে নাচে বৃদ্ধা পাতাটি
চাবুকের শেষ টান সমাগত সে জানে;
আর জানে---
আর জনমে কচি লেবু পাতা হয়ে
শেষ রাতের সুগন্ধি হাত হবে
ছোট্ট শিশুটির রুগ্ন প্রশ্বাসে.....