শহরের দ্বারে ------
থেমে আছে মহীরুহ দেবদারু;
যেন দরকারি সদায় শেষে,
দাড়িয়ে আছে অনন্ত কাল
একটি আঙুলের টোকা নিয়ে ------
পাখির স্বপ্নের ভিতর সুরম্য কোঠর
হা মেলে দিলে ---------
একটি হাসির চেয়ে সুভ্র পালক উড়ে যায় সুবহেসাদিকের দিকে।