অস্তপুর আর কত দূর হে বাউল?
আচমন করো বড় পুকুরের ঘাটে
ধুয়ে দাও সাগরেদের মলিন মুখ,
সাতাশ সালের স্থাণু ভেঙে দাও
পড়ে নাও শুভ্র বসন--সৌরভ।
বাদ আসর এসেছে কী আবার?
এই দরবার ঘিরে রোনাজারি স্বর
কে বাজায় পাতার সকরুণ বাঁশি?
সাত দিন মনে রাখে দুই সাগরেদ
যেন দুই সহদর রয়েছে জিম্মাদার
সেই কবেকার তত্ত্বতালাসের পর
----পেয়েছে আবার নূর মোবারক
দুফলা ছোরা,যেন সন্তোষ শোক।