পরপুষ্ট কোকিল আমি নাঙের পুত
ডাকিনী সাপানী জানি ভেদ মন্ত্র নাম
আতর কিনিয়া বেচি বেনিয়ার সুত
পশ্চিমে যাইতে মানা সর্ব পূর্বে ধাম


ছলন জানিনা কিছু সুপুত্র সুবোধ
ছুঁই জল ধরি মাছ জলের অতল
কৌটার ভোমরা য্যান করি পরাহত
মন্ত্রের বচনে খসে বক্ষের আচল


গুরুমারা বিদ্যা জানি গৃহস্থের প্যাঁচ
গলার জিকির কর যদি লগুভার
মুনাফেক য্যান তুই কুকর্ম কুকাজ
বাতক ব্যধিতে যাবে কটি ও কোমর


আমিষ ওঠেনা তোর ভাতের থালায়
মীনের কাটা বিন্ধিয়া মরবি গলায়।