বৃষ্টি নামুক তোড়ে, বৃষ্টি নামুক শুকনো
মাঠে, বালু চরে, নদী ও পুকুরে।
বৃষ্টি নামুক ভোরে, বৃষ্টি নামুক শুষ্ক চোখে
পাষাণ বুকে মনে ও অন্তরে।
বৃষ্টি নামুক কোলে,বৃষ্টি নামুক সুগন্ধি
আচলে, লালাভ গালে, কোমল করতলে।


বৃষ্টি নামুক গাঁয়ে, বৃষ্টি নামুক টিনের চালে,
শিমুল তলে, বকুল ডালে,সোনা মাঝির নায়ে।
বৃষ্টি নামুক সাঁঝে,বৃষ্টি নামুক হাপড় টানা
বুকে, আবছা দৃষ্টিতে, পক্ক কেশে,জীর্ণ তকের ভাঁজে।
বৃষ্টি নামুক রূপে, বৃষ্টি নামুক কিশোর কেশে,
নগ্ন পায়ে, উদল গায়ে, দুরন্ত ঐ নবীন তাপে।


বৃষ্টি নামুক দিনে,বৃষ্টি নামুক শহরে বন্দরে,
তপ্ত পথে, যুগল বাধা হাতে, নগর জীবনে।
বৃষ্টি নামুক গানে,বৃষ্টি নামুক নিয়ন আলোর
তলে, চায়ের কাপে তরুন দলে, জীবন যেখানে।
বৃষ্টি নামুক জলে,বৃষ্টি নামুক পাহাড় জঙ্গলে,
কাস্তে জোয়াল কাশ বন আর তৃণলতার দলে।


বৃষ্টি নামুক রাতে, বৃষ্টি নামুক জোনাক পোকার ভিড়ে,বাসক বনে, বালিকা বধুর
মেহেদী রাঙা হাতে।
বৃষ্টি নামুক দূরে, বৃষ্টি নামুক ভিন গাঁয়ের সে
পথে, হঠাৎ দেখা সে বালিকার হাতে, নির্জন দুপুরে।
বৃষ্টি নামুক রংয়ে,বৃষ্টি নামুক নাটাই সুতায়
লাল ঘুড়ীতে, চাঁন রাতে আর আষাঢ় গাঙ্গে।


বৃষ্টি নামুক কূলে, বৃষ্টি নামুক পাতায় ফুলে,
ভ্রমর মনে, কাঠাল বনে, আম্র মুকুলে।
বৃষ্টি নামুক বাঁকে, বৃষ্টি নামুক উৎসবে আর
পালা পার্বণে,চৈত রাতে দক্ষিণ হাওয়ায় পহেলা বৈশাখে।
বৃষ্টি নামুক আরো,বৃষ্টি নামুক ভালোয়,
বৃষ্টি নামুক সুখে, বৃষ্টি নামুক প্রেমে,
বৃষ্টি নেমে মুছুক সকল জীর্ণ শীর্ণ আধারো।