এখনো মানুষ সহ-মরনের দড়ি হাতে বৃক্ষের
কাছে যায়! এখনো মানুষ ইচ্ছে মৃত্যু নেয়
জ্যোৎস্নায়!কৃষ্ণ তিথির দিকে অনুত্তম সাধে
মৃত্যু সহবত খোঁজে!


জীবনের ভার তুলে নেয় কাঁধে যে বৃক্ষ
সচেতন অথবা জ্ঞানত মৃত্যু মিমাংসায়
পারিজাত কথা লেখা আছে তার পাতায় ফুলে;
নীল যুবতীর মত মৃত্যু আয়োজন তার শাখায়
পরিপাটি অবসান আয়োজন।
ইচ্ছুক যারা নীল নারীর কাছে সমর্পিত হবার
এ যেন তার,প্রেম অভিসার!
পৃথিবীর সব নারী সব নদী তার সমাপন
নতুন প্রেমিকের সাধারন ভুল গুলি কন্ঠে তুলে,
ধ্রুব প্রেমিকা যেন ভুলে যায় সকল
অসহনীতা জীবনের বিনিময়ে।


মুঠোভরা উন্মুখ বিতাড়ন জীবন আঙুলের
ফাক গলে ঝড়ে যায় সহন সায়াহ্নে।
তপ্ত বালি বীজ মুঠোভরে কৃপণ সমস্ত হাতে
মৃত্যু ব্যাধ আততায়ী ঢলে পড়ে নিঃসীম কোলে,
মৃত্যু ব্যবধান জীবন থেকে জীবনে নির্লিপ্তি প্রবাহ
অথচ সকল জন্ম মৃত্যুর অনু-শপথ মাত্র।