এই পদতলে সহস্র বছর ধরে প্রগাঢ় আধার অমাবস্যায়
এখানে তোমার কন্ঠি হাড় ফেলে গিয়েছ
সে সুরেলা অথবা পৌরুষ দিপ্ত স্বর যা ছিল
তোমার জীবিকার হাতিয়ার।
সত্যিই জানতে শুধু তুমি তোমরা
এই খানে বাজিত সত্যের অংকার,
তোমাদের সে ব্যয়িত যাপন কতই অবোধ অনাবিল
আজ তুমি,তোমার তিল তিল নির্মান শুধুই ফসিল!
ক্ষয়িষ্ণু সময় বেড়ে বেড়ে যায়-- রাখেনি তোমায় স্বর্ণালি হরফের খাতায়,
তোমাদের মত আজও পূর্ণিমা নামে চাঁদে
জীবনের শরীর পেয়েছে কালের দুই দিন
হারিয়ে যাওয়া মানব তুমি,
তোমার মাঝে নেই তুমি শুধুই তোমার জিন!
পরতে পরতে ঢাকা চিরন্তন মানবী মন,
শ্বেত শুভ্র প্রেম কোমল অনুভূতি ভাসিল সকল
কালের সমুদ্রে আসিল মহাপ্লাবন।
তোমার সাজানো বিন্দাবন খুটে খুটে খাইল
আমার কথিত প্রেমের জিহবা, ছলনা আশ্রিত আমি
তোমার মস্তিষ্কে বসাই সভ্যতার শিকড় কালো থাবা।
এখনো কি আসেনি সময় আর কত করিবে ক্ষয়
তোমাকে নির্জীব সভ্যতায়,
তোমার করটিতে হলদে সাদা শীতল অনুভূতি নিয়ে
জাগো অথবা নিরর্মম আঘাতে ভাসাও আমার আমাদের
কপট সভ্যতার দ্বার।