জোড়া দুটি গাছ হাওয়ায় কাঁপে বহু পাতা
কে বঙ্কিম আর কে ঋজু সরলতা
মানুষের দিকে যদি থাকে বৃক্ষের সাযুজ্যতা
পাতার ইংগিতে খোলে ভাষার মৌনতা


গাছের কি থাকে যোগাযোগ কোন ভাষা?
শব্দের চেয়ে ভিন্ন সে ভাষা-বিমুখতা
তুমি তবে হও কোন রমণীয় বৃক্ষ
ধ্যানে স্থির সুমহান নিরবতা।