(কবি বায়েজিদ বোস্তামির প্রতি)


শীত-ঘন রাত নীল হুডি মায়া হরিণের চোখ
একটা নদী বলে ছিল তোমাদের দেখা হোক
কাঙ্ক্ষিত প্রেমিকের কাছে ছুটে আসে পর্বত হেরা
সহস্র রাত অপেক্ষার মালা জপে বোধি বৃক্ষেরা
শ্যাম বাঁশী বাজে রাধিকার লাগি কর্ণে গোঁজা ফুল
নাম বলাটি মানা -- হারিয়েছো কি গোপিনী গোকুল?
রাষ্ট্রের ছলনে খুঁজে ফেরো দেশ,বঙ্গের বাজারে
রাজার পোষাক নেই,তুমিই কি বলেছিলে রাজারে?
যেন আজো বাজে মেহফিল শোর তুমুল তারানা
আমি তো দিতে পারিনি কিছু তোমারে,কোন নজরানা
যুগল রাতে জন জঙ্গমে ছওয়াল জওয়াব
যেন ঘুম-ঘোরে হেসে ওঠে শিশু দেখে মাতৃ-খোয়াব
ধীর,কদমে কদমে ছড়ায় কামনার কুমকুম
বুকের ভেতর জন্মান্ধ পাখি ডাকে কুসুম কুসুম!