মিরপুর রোড---আমার ঠোঁটের উপর কত
বিস্বাদ জমলে মুক্তিপণ বিতৃষ্ণা উগরে দিতে পারি?
কতবার তোমার বুকের উপর এপার
ওপার করলে অভিসাপ তুলে নিবে?
কত গুলি মোহরের লোভ বাকি আছে আর
তোমার সর্পিল করতলে?
কত রাত নিয়নবাতি তলে জাম রং মুখ যুবক
ভুতগ্রস্ত পায়ে হেঁটে হেঁটে গলে যাবে?
রুমালে জমে থাকে তিল তিল অসুখ
কতবার নিংড়ে নিলে
নিজেকে হারানো যাবে নিজের ছায়া তলে?
নিজেকে দ্যাখিনি কত দিন!
বুঝিনি চাপা পড়ে যাচ্ছি মাতাল মোহে
নিজেরে ভুলায়ে শিশুর মতন
ভেতরের শিশুটা কতটা হবে শীর্ণ প্রাচীন?


আহ! মিরপুর রোড তোমার পথে ভুল যুবক
হেঁটে হেঁটে ক্ষয়ে যায় মরীচিকা বাঁকে
ধুয়ে যায় যুবকের গোপন পোষা সুখ!!
বুকের খোয়াব উবে গেলে কি আর থাকে?
ভুল মানুষ বেভুল পথের পথিক আমি,
আর কত পল,কত ক্ষন,কত প্রহর বাকি?
তোমার আঙুল একটু শিথিল করো
আমি ক্লান্ত,বড়ই ক্লান্ত এই বার একটু থামি।