সমস্ত গাছ গুলি নারী,পাতা গুলি চিঠি
গুড়িতে প্রাচীন নাবিকের পাজর---
জাহাজ মাস্তুল।
এই নারীদের বুকে জমা,কত পুরুষ
আগের লজ্জা, পলাতক ইতিহাস--
ভুলে আছে সমস্ত ভুল,
মানবিক সময়ে সাথে সহ-বসবাস।
যাবতীয় দীর্ঘশ্বাস বিষ, পাজরে--পাতায় মেখে
নীল-কন্ঠ  রমনী মাতৃ-ঋণ শোধে
গাছের পাতার প্রেম, সহস্র প্রেম পত্র
ছড়ায় প্রেমিকের পদতলে,
সমস্ত গাছ গুলি প্রেমিকা,অতী-সহনীয়
প্রেমিকা,ধৈর্য গাথা মর্ম- মূলে।
মৌন নারী গুলি দেবী,কথা কয়--
কথা কয় বাতাসের ভাষায়,
ধীরে ডাকে ইশারায় পাখিরে অথবা
পাখিও তারে,পাতায় গাথে রাখিবন্ধন।
পাখিও কথা কয় গাছের সভায়
পাখি শেখে মৌনতা জ্ঞান, পরিশীলন
মাখা ঠোঁটে গায় প্রেম আবাহন।
গাছের দিন গুলি রঙিন,গাছের দিন গুলি
অনি-বার প্রেম।
রৌদ্র-দুপুর, শ্রাবণ-বিকেল,
শিশির-সকাল, সমস্ত দিন ঘুরে ঘুরে
প্রেমিকের মত অবশেষ মিশে বৃক্ষের বুকে।