আবলুশ কাঠের মত কালো জামা পরে


বৃদ্ধ জাহাজের কালো মাস্তুলে নাকারা বাজাই ;


দূরগামী একাকি পাখি খুলে খুলে রাখে
                                         তার উক্ত পালক


তিনশত পয়শট্টি খানা পালকের
                 জিম্মাদারি নিয়ে  নাকারা বাজাই,


পালকের টুপি পরে ঘুমায় বৃদ্ধ নাবিক;


কোন এক পাগলাটে পুরুষ চাঁদটাকে টেনে


বেধে রাখে জাহাজের মাস্তুলে,


আর চাঁদের  রূপালী রুমাল ফেলে যায় ভুলে।