পথিকের কতটা বিষ বুকে নিলে
একটা পথ হয় তা শুধু পৃথিবী জানে
আর জানে পথিকের পায়ের গোড়ালি;


আখলাকে যে অর্বাচীন মাকুন্দা
দুই দিকে দুই পথে থেমে গেছে যার
তার ভিন্ন পদ ছাপে বিব্রত বালিয়াড়ি।

এই ধির পথিকের গোপন নিধি
মলিন জেবের ভিতর টংকার ধ্বনি
তার পাজরে গহবরে কোমল কারুবাস;


নিরুত্তাপ দহনে পুড়ে যায় পথের পাপ
নতজানু মুড়ো বৃক্ষ যেন
পাতায় বাকলে লেখা দির্ঘশ্বাস ইতিহাস।