জেগে থেকো----পূর্ণিমা আজ,
শরীরের চাঁদ খানি মেলে দিয়ো জ্যোস্নায়।
সাতাশ পূর্ণিমা চোখে মেখে নিলে,
ফি বছর তোমার চোখে জ্যোস্না গড়াবে।
পঞ্চমী শরীর তোমার গোলাপি নদী,
দুই প্রহর রাতে নামি যদি, পাপ গুলি
খুলিখুলি, গোলাপি সোপান বেয়ে
তোমার অতলে। বাজুতে প্রেমের মাদুলি
ছুড়ে দিবো জলে। আলোড়ন তুলে
মরে যাব তবে পঞ্চমী নদী মূলে।


দরজা খুলে দিয়ো,
পাথুরে নৌকা যুবকের পাজরে বাঁধা।
কলসির দিনগুলি শেষ
তোমার যমুনায় তুমি মরো রাধা,
পাথরে নৌকা পদ্মের মূল বাঁধা।
কাদা ছেনে গড়ালে আতুড় ঘড়,
নোঙ্গর ছেড়ে গেলে, খুলে দিয়ো জলজ অর্গল।
যে তরি তরঙ্গের শ্যওলায় জলজ ফসিল
কাল হোক তিরধান তার।
অনিন্দ্য ----সাতাশ পূর্ণিমা পরে
খুজে নিয়ো যুবকের পাজড়ের হাড়।
বাজুর কবজ খানি সাতনড়ী হার, কন্ঠে তোমার।
পঞ্চমী জড়িবুটি মেখোনা আর
ও চোখে জ্যোস্না গড়াবে কত আর----
কত গড়াবে পঞ্চমী জোয়ার?