তুমি আমি আর শুষ্ক তৃণলতা, মাঝখানে শুধু শূন্য নীরবতা।
তোমার ঠোঁটের তিল আর আমার ঠোঁটের আচিল মিশে একাকার,
মধ্য আকাশে একটি দুটি তারা মিটি মিটি করে বলে,
প্রেম দেখা যায়,প্রেম করে কারা?
সে তিল আর আচিল দূরে সরে যায়,
ঈষৎ লালার সুতো ঝুলে তোমার ঠোঁটের কোনায়।