নিরবতার ইটের গাঁথনি
আমার মনের প্রাচীর
কাঁটা গুল্মের বসবাস সেথা
খায় নোনা শিশির।
চৈত্রের খরায় পুড়ে খাক
তাই গোরের নিরবতা
বারমাস সেথা ঝড়ে পড়ে
শুকনো স্মৃতির পাতা।
দক্ষিণ হাওয়া বহেনা কখনো
কাল বৈশাখীর ডাক
আসে নাই কেহ কুড়াইতে সেখানে
কচি ঢেকির শাক।
সে আকাশে সূর্য ওঠেনা
হয় না কখনো ভোর
সিদ কাটিতে আসে নাই কোন
দুষ্ট মনো চোর।