তুমি পক্ষ কানা কালা তুমি পক্ষ কানা,
তুমি আমায় জাতে নিলা তুমি করলা মানা।।


করলা তুমি বসন সৌরভ আমার অঙ্গ জুড়ি,
সেই অঙ্গেতে কাল রাতিতে করলা নিঠুর চুরি,
তাইতো আমি মাথার তাজে পরছি কালো সোনা।


চন্দ্র ফুলে জ্যোৎস্না কালে ভিজলাম সারা রাতি,
একটি বারও আইলা না গো, ডাকতা একটু যদি,
দিন দুপুরে ক্ষনে ক্ষনে করছ আনাগোনা।


দিন ফুরালো সন্ধ্যা এলো কালার দেখা নাই,
ফুলে ফুলে ভ্রসর দোলে কাইন্দো না গো রাই,
তোমার কালায় স্বপ্নে আসবে কইরো না গো মানা।