আজও নিমন্ত্রন
----------------------
আমার অপেক্ষার সুতো ছিড়িলোনা আর,
মাথা নত করে ক্লান্ত বিকেলের অবসরে
বলে ছিলেম "নেমন্তন্ন আপনার"।
এলানো শরীর আড়মোরা ভেঙ্গে,
দূরে আরও কোন দূরে,
জানালা ছাড়িয়ে রোদ ছাড়িয়েও হয়তো,
সে দৃষ্টি ফিরিয়ে বললেন, তুমি!
সেখানে ছিলাম না আমি, কখনোই না
তোমার চোখে আপনার চোখে।
সেদিন আমার মত করে বলতে গিয়ে,
আপনার মত হয় নি,
আমিও পারিনি হতে সেরকম।
প্রেমের মতন করে হাসি কিংবা কখনই বলিনি বাসি,
সেগুলো আমার নয়
আমার ছিলোনা কখনোই,
সে আমারি পরাজয়।
তবু আজও আছি, আছে সে নিমন্ত্রন
আমার মত করে সাজিয়ে এই আয়জন,
সে অতিথির অপেক্ষায় আমি,
আর আমার মন।