তুমি কি হবে ছোট্ট ঝিনুক
সাগর বেলা ভূমে,
রাখব তোমায় গলায় বেধে
আদর দেব চুমে।


তুমি কি হবে শ্রাবণ ধারা
আমার আঙিনায়,
কালবৈশাখী হাওয়ার মত
লুটাবো তোমার পায়।


তুমি কি যাবে মেঘের ভেলায়
সুদূর নীলিমায়,
তোমার সাথে করব খেলা
সবুজ বনছায়।


তুমি যদি হও জ্যোৎস্না ঝরা
রূপালি আলোর রাত,
ক্ষতিকি হবে ধরলে তোমার
শিশির ভেজা  হাত।


তুমি যদি হও ঘাসফড়িং
আর আমি তৃণলতা,
তোমার আমার মিলন মাঝে
শুধুই নিরবতা।


তুমি যদি হও ছোট্ট ঘুড়ি
আমি বাঁশের নাটাই,
তোমার আমার জীবন মরন
একই সুতোয় ঠাই।


হও যদি গো প্রজাপতি
হাওয়ায় ওড়াউড়ি,
তোমায় পেতে আমার আমিতে
হতো কাড়াকাড়ি।