আসেনা,আর আসেনা সান্ধ্য তারার সাথে,
ধূপের গন্ধ ঝিঝির ছন্দ,
দক্ষিন হাওয়ার ঢেউ আর আসেনা কেউ।


শীতল পাটি,মাটির ঘটি আগলে রাখে কারা?
মাটির ঘ্রাণ যাদের হৃদয় ভরা,
আজকে তারা নিরন্ন তাই জীবন ছন্নছাড়া।


বইতো কত বিরাট রূপে যৌবনের সে ধারা,
অকাল প্রয়ান হচ্ছে তারা,
ঐ ওখানে বালু চরে যাচ্ছে প্রলয় মারা।


আষাঢ় মাসে কদম হাসে উনুন মাঝে বসে,
বর্ষা আসে সময় শেষে হাওলা করা মাসে।
ঠিক তখনি কাশ ফুলেরা হাসে।


এমনি বেশে দিনের শেষে সন্ধ্যা যখন নামে
সূর্যটি যায় ঘুমে,রাত্রি থামে ভোরের হাওয়ার চুমে।
তবু তেমনি আছে বাসাবাসি , উথলে ওঠে স্মৃতির রাশি নিত্য মৌসুমে।