তোমার গায়ে বৃষ্টি পড়ে, বৃষ্টি তোমার গায়
তোমার বুকের আচল উড়ে অবাধ্যতায়।
কাজল রাঙ্গা মেঘে ও চোখ দুটি আঁকা,
হাতের তলায় মাতাল হাওয়া যায় কি তোমায় রাখা।


তোমার গায়ে রৌদ্র পড়ে, ফুলের গায়ে রোদ
তোমার গালে রঙের খেলা, রোদ গুলি অবোধ।
চাঁদ জ্যোৎস্না! না না জ্যোৎস্না বলা ভুল
অষ্ট প্রহর ঝড়ে জ্যোৎস্না রঙের ফুল।


প্রজাপতি তুমি, প্রাজাপতি রাঙ্গা তোমার মন,
তোমায় পাবো বলে তমাল তরু তলে ফুলেল আয়োজন।
দেখছি তোমায় কত আমার মত করে,
স্বরূপ তোমার দেখাও না গো জাগো অন্তরে।