প্রান্ত খেলা মাঠ পেরিয়ে হঠাৎ হাওয়া বয়,
সেদিক পানে মুখ ফিরিয়ে বাবলা বালক চুলগুলি সাজায়,
অমনি সময় চন্দ্র কলা শশী বালা মুখ তুলে তাকায়।
কাছে দূরে ণূপুর পায়ে, টুপুর টুপুর পায় শিশির মেয়ে যায়,
ঘোমটা পড়া কলার মোচা লাল হাসিতে কাছে টেনে নেয়।
লজ্জা লতার ফাঁকে ঘাস ফড়িংয়ের দল ,
অবাক চোখে তাকিয়ে দেখে আলোর কোলাহল।
পথের পাশে তালের পাতা হাত ছানিতে ডাকে,
জোনাক গুলি আলোর বুলি ছড়ায় পথের বাঁকে।
পূর্ব দিকের ডোবায় কাঁদে ব্যাঙগাচিদের মা,
ব্যাঙগাচিরা ব্যাঙ হয়নি,হয়নি তাদের পা।
এসব দেখে ঝিঝি পোকা করল এমন পণ,
রাত্রি জেগে গানে গানে করবে নিমন্ত্রণ ।
ঠিক তখনি ফুটলো আলো, ছুটলো ভোরের হাওয়া
থমকে গেল সকল খুশি সকল আয়োজন।