বৃষ্টি ঝরেনা বৃষ্টির মত করে,
বৃষ্টি ঝরে কান্নার মত করে।
তাই বৃষ্টিতে মুখ লুকাই
অশ্রু  দেবনা মাটিতে ঝরিতে,
বৃষ্টির আড়ালে পালাই।
কাহারে জড়িয়ে কাঁদিব
কে পাবে মুছিয়া  সুখ
মাখবো না লাজেতে কৃষ্ণ কাজল।
বৃষ্টি চাহনি থাকুক চোখে, খসিয়া পড়ুক
বক্ষ আচল, ভিজুক কোমর কটি,
অশ্রু দেবনা মাটিতে ঝরিতে
কেমনে দেখিবে চোখের জল?