ভালবাসি বলিনি তবুও কি খুব বাসিনি?
কাক ডাকা ভোর কিংবা দুপুর কখোনই আসিনি,
তাই বলেকি সকাল দুপুর সন্ধ্যাবেলা,
থেকেছিলে একলা একা?


বুঝতে তুমি পারনি,
আমার হয়ে  শান্ত হাওয়া
ছুয়ে ছিল তোমার অধর
পাওনি কি সে নিরব আদর।


ছোট্ট গোলাপ রক্ত জবা
দেইনি তোমার খোপায় গুজে,
কৃষ্ণ ভ্রমর তোমায় খুজে,
করেনি কি বসন্ত গান?


সন্ধ্যা তারা দেখতে যখন,
থাকিনি তো পাশে তখন,
বকুল তলের জোনাকি মন,
আমারি তো সে আয়োজন।


ভাঙ্গা চাঁদে খুজতে  যখন,
না দেখা মুখ খুব যে আপন,
জ্যোৎস্না মাখা শিশির তখন,
আঁকতো ছবি আমার মতন।


চলতে যখন একলা পথে,
হাটিনি তো তোমার সাথে,
রৌদ্রগুলি মিছিল করে,
আমার হয়ে সঙ্গ দিত।