কোন এক নক্ষত্র ভরা রাতে,
শিশির ভেজা প্রান্তে
লাউ ফুলের মতন,
শুভ্র পবিত্র স্পন্দন
গায়ে তার শিশিরেরর গন্ধ
পায়ে তৃণলতার শৃংখল।
দক্ষিণ বাতাসে মৃদু কম্পন,
তার এক শীতল আহবানে
পিনপতন নিরবতা ভেঙ্গে শিশির পতন।


আমি এসেছি তার কাছে,
সেই আপনার তরে
ঘাস ফড়িং আর জোনাকির দলে,
বহু ব্যয়িত সময়ের পরে আর
এক বার এই ভুমিতে এসেছিনু বুঝি
কোন এক কালে।