বাঁকা আলোয় পথ খুজে কর স্বপ্নের সন্ধান
মুঠো ভরা নক্ষত্র নিয়ে কর চাঁদের সাথে জাগরন,
ষষ্ঠ মহাসাগর বহে তোমার বুকে কাঁচ কাটা হীরে
ঝড়ে তোমার চোখে, কোন সে সুখে?
বিরহী কোকিল সুর চৈত্রের প্রতি ক্ষন
তারি মাঝে অনুভব কর দক্ষিণ বাহুর স্পন্দন।
নদী চরের ভেজা ভূমি পায়ে মাড়িয়ে তুমি
লু হাওয়ায় খুজে মরো শীতল স্পর্শ।
তুষার ঝড়া মধ্য রাতে অবিরত ঘাম ঝরে
তোমার কপালে,
দেখিতে কি পাওনা তুমি ঝর্না ঝরে
তৃষ্ণা মিটাও তুমি শিশির জলে।
আবার জ্বলিবে পিদিম তোমার ঘরে
দল হারা পাখি সে কি পাইবে সবারে?
চার পাশে পেতে চাও অলিক সোপান!
জানিনা খুজে পাবে কিনা কাঙ্ক্ষিত পরিনাম।