শরিয়ত মারিফত তরিকত হকিকত
চারি ফুলের মালা পড় গলে,
ভাই সকলে।।


শরিয়তের পাল তুলিয়া, মারিফতের হাল ধরিয়া, ভাসাও তরি প্রেম সাগরের জলে।
যদি তুমি ছাড় হাল, ছিড়িবে তোমার পাল,
আবার পাল ছাড়া সব যাবে বিফলে।


অন্তরেতে রাইখা কাবা, মুয়াজ্জিনের ডাকে যাবা,পানজেগানা নামাজ পড়িতে।
গভীরও নিশির কালে, আল্লাহু জিকির তুলে,
দম দিয়া লও কলব ঘড়িতে।


জম্ন মৃত্যু বিয়া, শরিয়তের আইন দিয়া, পুতপবিত্র করে লও।
ইহা ছাড়া ভিন্ন, আছে কিবা অন্য,
শরিয়তের নায়ে সওয়ার হও।


বুকের মাঝে ইসমে নাম, বাজিবে হরদম,তন্দ্রা কিবা জাগরনে।
ইমানেতে হইয়া রুজূ, কলব কর খুসুখুজু,
কামাই তুমি কর গোপনে।


শরিয়ত মারিফত, ইহারা কি ভিন্ন পথ,
দলে দলে হইছ দল ছাড়া।
সময় থাকতে আসো পথে, ভুলিয়া ভিন্ন মতে,
অশ্রু জলে দিয়া কাফফারা।