জলজ রাতের বকুল ধোয়া জ্যোৎস্না মেখে
আলতো আলোর পরশ নিলে চোখে
অমন রূপালী রাতে একাকি ধরণী তলে
ফুটলে কি যতনে নামহীনা সে ফুলে
আষাঢ় ঝড়ে তোমার করোতলে।


হাওয়ায় দোলে কচি কনক লতা
তাহার লাগি ছুটলো বরিষ ধারা
হাসলো চাঁদের সাথে চন্দ্র চকরি
তোমার চোখে নামে উষ্ণ মেঘের বারি।


পালক ঝড়া খুনসুটিতে মাতে চঞ্চলা বাউরি
ছোট্ট শরির জুড়ে রঙ্গের উড়াউড়ি
ঝড়া পালক ঝড়া পাতা থাকবে কতক্ষণ
খুব যতনে সাজাও তোমার বাসন্তী ও মন।