অন্তারাতে কে জাগাল এমন মধুর যন্ত্রনা
তুমি আমি সবার মাঝে প্রেম ফলেরই কারখানা,


বৃক্ষের সাথে জীবের পীরিত বায়ুরতে যে হয় মিলন,
জীবে জড়ে সবার তরে প্রেম দিয়াছেন মহাজন,
মগডালে তে ঝুলছে দেখ স্বর্ণ লতার ঘরখানা,
শিকর বাকর নাই তবু তার কে খাওয়ায় আহার দানা।


দেহের সাথে দেহের মিলন সেই মিলন তো সত্য নয়,
অগ্নি পরিক্ষা দিয়েও পাতালে ডুবলো সীতায়,
আপনও পতির ঘরে পাইলো কত লাঞ্ছনা
পাতালে মরিবার কালেও পতির প্রেম তো ছাড়লোনা,