রঙ্গিলা নায় পাল তোলা,বন্ধু আমার আলা ভোলা,
মনের মাঝে পূবালী বাও দিলো রে দোলা,
আস্তে ধিরে  চালাও মাঝী আমি যে অবলা।


তুমি আমার দুই কূল,ফুটলো সেথায় প্রেমো ফুল,
রোজ নিশিতে আইসো তুমি দরজা রাখবো খোলা,
মন মিটাইয়া দেইখো তুমি ঘোমটা রাখবো তোলা।


বন্ধু আমার সরল প্রান,কাঞ্চা সোনার মুখ খান,
নদী কূলে বাজায় বাঁশি বসিয়া একেলা,
চাইলে কি আর যাইতে পারি এখন যে অবেলা।