তোমায় দিনে রাইতে খুজি কত রে দয়াল,
অবুঝ মনের বাসনা আর কামনা,
ধিরে ধিরে বাড়ে জ্বালা,
দেখা তবু দিলানা,
কাঞ্চা মনে সহেনা।।


মাটির মানুষ মাটির কায়া,
দিলা তুমি ভবের মায়া,
তাই তোমারে খুজতে যাইয়া,
করছি দোনামনা।
দিনে দিনে হইছি আমি দুই চক্ষু কানা।


দিলা তুমি দেহের রমন,
রইলো ঘুমে আমার এ মন,
সময় গেল মিটাইতে দেহের কান্ড কারখানা,
এ পার ওপার দুই পারেতে দিলা তুমি জেলখানা।


আমারা কর্মে আমি দেনা,
তুমি দয়াল খুব সেয়ানা,
আমারে করিয়া মানা,
খাওয়াইলা মধু মাখা ফলখানা,
ঘড় ছাড়া করিয়া আমায়,
দিলা নির্বাসনে অজানা।