নৈঃশব্দ মাঝে মাছ রাঙ্গা পাখি তুমি আমি
তার জলজ ছায়া,
তোমার ধ্যানে তুমি অপলক সাধনার ছল,
আমার ভাসান বুক জল মাখা
ঢেউয়ে ঢেইয়ে ভাঙ্গে মোর অবোধ পাখা।
শীত শেষে পাতা ঝড়া গাছ তুমি
আমি ভাসি হলদে লালে দক্ষিণা তোরে,
কচি রং মেখে সাজালে তোমারে নবীনা ডালে,
আমি কুকরানো মড়মড়ে নিশ্বাস,
তোমার পদপার্শে আমার অন্তিম আবাস।