এখানে মানুষ নেই,
শুধুই মানুষের ছায়া-অবয়ব
হৃদয়ের বধ্যভূমিততে আত্মার কঙ্কালে শরীরি ভূষণ।
আলোহীন আলোতে বাঁচিবার অন্ধ প্রয়াস
বদ্ধ মোহময় আধারে তাহাদের সুনিপুণ অভিলাষ।


এখানে বাতাস নেই,
অভিশাপের লু-হাওয়ার দীর্ঘশ্বাস,
ঘৃনার পরশ মাখা প্রেমোময় পরিহাস।
চোখের আলো নিভুপ্রায়
কদাকার সোনা রং মরিচিকায়,
রাত শেষে রাত আশে
চেয়ে থাকে কতিপয় যাযাবর, দিনের আশায়।