এক টুকরো রোদ চেয়েছিলাম বুকের মাঝে পুষি
জোৎস্নার জমিন আধার পালকে ঢেকে যায় পক্ষ কালে
চন্দ্র নদী চুপি চুপি আসে রৌদ্রের পাশাপাশি
মেঘেদের চোখে চোখ রেখে কথা কয় দক্ষিণার দলে।


রাত ঘুম নেমেছিল দুধেল দরিয়ার পাড়ে
সে রোদ জমে থাকে পাখি আর পাতার চোখে
ধুলি জমা ঘুলঘুলি বেঁচে রয় বুকের আধারে
নোনা জল রূপ চিরে বয়ে যায় রূপের অলখে।


আমার উঠান কোন ভেসে রয় মেঘেদের কোলে
নিলাভ নদীর শীরা জেগে ওঠে গোধুলির বুকে
রাত জাগা নিশি চাঁদ পথ ভুলে জেগে রয় রৌদ্রের জলে
ভুল জাগা চাঁদ কে ঋতুবতী নদীরা দিনমান পুষে রাখে।