জমাট নিরবতা খসে পরে ধমনির গহীনে
অঙ্গ থেকে অঙ্গে
বুকের বা পাশে পলকে পলকে ছলকে ওঠা
ঢেউ শেষ বারের মত আছরে পরে,
সে বুকের পাজরে সময় থমকে দাড়ায়।


বুক চেরা দীর্ঘ শ্বাস পরেনা আর চেরা বুকে
লাশ কাটা টেবিলে পরে থাকে মানুষের ছায়া।
নির্লিপ্ত ডোম ভাবলেশহীন ভাবে বাস্তবিক
ছায়া কেটে কেটে যায়
ঠোঁটে ধরা সিগারেট পুড়ে পুড়ে ছাই
ছায়ার তাতে কোন দ্বিধা নেই।


খোলা জানালার রোদ ঘুমানো মানুষের
মুখে পড়ে আলগোছে পাশফিরে।
লাশেদের মুখে কোন রোদ নেই,
আলো নেই পাশফিরে শোয়ার তারা নেই ;
শুধুই জীবনের ছায়া,আলো হীন
একটুকরো ছায়া
সে ছায়ার বীজ আলোর চাদর মুড়ে ভেসে
রয় অসীম আর মানুষের মনে।