দেয়াল খসে গেছে,সময়ের ঠাই নেই এখানে
পাকুড়ের শিকড়ের কাছে
সেই দিন পড়ে আছে ঘুণেধরা জানালার পাশে,
কিছু কথা এখনো কি ভাসে ভেজা বাতাসে।
রং পেনসিলে কাঁচা হাতে আঁকিবুকি
মুছে গেছে সময়ের সাথে,
মাছ পাখি প্রাজাপতি জেগেছিল কারো হাতে।
রংচটা দেয়ালে কেউ নেই ভেসে গেছে সময়ের টানে,
তুমি নেই তোমার মতন তুমি নেই
যেমন ছিলে এই খানে।
সেই দিন নেই যা দিয়ে ছিলে মুঠো ভরে
সে দিন গুলো পুষে রাখি গভীরে
দিয়ে ছিলে গোপন করার মত গোপনীয় একান্ত কিছু।
প্রথম প্রগাঢ় প্রেম উষ্ণ ঠোটের গোপন অনুভূতি
যেন ভয় পাওয়া কন্যে আমি প্রথম ঋতুমতী।
সময় থমকে দাড়ায় দেয়াল ফাঁকে
রৌদ্রেরা ডানা ঝাপটায় ভাঙ্গা পাচিলে
কুয়াশা গোলা ভোর সময়ের ছবি আঁকে
তোমার সোনালি চুল রোদের
আলপনা একে দেয় উঠানের পিঠে
সহসা ঘোর কাটে,
এই রোদ ভোর নেমে ছিল তোমার কোলে
তোমার সকাল দুপুর থেমে আছে এ ছায়াতলে
সৈই সব ধেয়ে আসে বুকের বা পাশে
তার পর ধিকিধিকি জ্বলে।