যখন জীবনের পাশে প্রেম মেলে দিলে
সফেদ শাড়ির মত
উড়িবার আয়োজন ছিল পালকের ভরে
প্রনয় প্রলয় অবিরত।
জোনাকি রং চোখের পাতা প্রাজাপতি হয়ে
উড়ি উড়ি করে
ভিজেছি তোমার রূপালি মেঘের উষ্ণ জোয়ারে।


গোলপ ঘর শহরে যেতে পারিনি
নিয়েছি ঘুম ঘোর নিরবতা,
শুননি কি তুমি সে বাঁশির সুর?
ঘরছাড়া বালকের বুক চেরা কথা।
সবুজ জলের দেশ একেঁছি
ভাঙ্গা পেনসিলে আগাগোড়া,
আকাশ পাড়িনি দিতে শেষটানে
খোলাছাদ আধার পালকে মোড়া।