ভেজা দোয়লের চোখ তার চোখে
দিশেহারা ব্যাকুলতা পাখির মতন
তার মুখ আধার বৃষ্টি দিন,
চিরদিন বন হার একা পখি-দোয়েল
আথবা যে কেউ একাকি।
এক ঘেয়ে বৃষ্টির ঘুম রাত
তার ঘুম কেড়ে নেয় স্বপ্নের ব্যাঘাত।
পাখির পালোক ঝড়ে,
ঠোঁট খুটে ঝেড়ে নেয় পুরাতন রং।
তার মনে পুরাতন বসে আছে
সোনা রং জমিনে।
ফুল ঝড়ে,স্বপ্ন ঝড়ার দিন এখনো বাকি,
বুকের ওমে পুষে রাখে অনাগত
পাখিরে তার পাখি।
অনাগত সেই সুখ পাতা নাড়ে
যাকে সে পেয়েছিল ভেবে
কেঁদে ছিল রক্তিম আবেগে।
তার পর এক দিন রাত বাড়ে
মুছে যায় সব রূপ আধারে।
কাজল পাখির জল
তার জলে ডুব দিয়ে ভেসে রয়
পড়ে থাকে পাখির ঘ্রাণ তৃণলতায়।
ভেঙ্গে পড়ে সব  রং রোদ দিন,
আর অনাগত পাখির ধুসর ঋণ।