তীরের ফলা কাব্য আঁকে হংসীর বুকে,
লেখনির দন্ড ছুড়ে ছিল শিল্পীর হাত।
এক গুচ্ছ সফেদ পালকে কাব্যের ইতিহাস
মহান কবির লিখিবার প্রয়াস।
বিরহী কোন এক পাখির করুন রাত
গল্পের রূপ পায় জীবন অথবা মৃত্যুর দিকে।


ভোরের রোদ লেগে আছে সাদা পালকে,
রক্তিম দাগে লিখে দিয়েছিল হংস তার স্রেষ্ট স্বাক্ষর।
জীবন পাল্টানো লিখনী পালক
আধারে এঁকে দেয় স্বর্ণ আলোক।
বিপন্ন বুকের দামে কেনা এই ভোর
এই সব আয়োজন মনেরাখে হংস,তার হংসীর শোকে।